জম্মু কাশ্মীরে পাকিস্তানি সেনার গুলিতে হত ১২ দিনের ফুটফুটে শিশু, এরপরেও মোদী বিরোধীদের কাছে পাকিস্তান শান্তির দেশ!

ভালো মানুষের মুখোশ পড়ে থাকা পাকিস্তান আর পাকিস্তানি সেনা লাগাতার ভারতের সীমান্তে নিরীহ গ্রামবাসীদের উপর গুলি চালিয়েই থাকে। আর এর প্রমাণ রবিবার আর সোমবার পুঞ্ছ জেলার শাহপুর গ্রামে দেখা গেলো। সেখানে পাকিস্তানি সেনার গুলিতে মাত্র ১২ দিনের শিশু প্রাণ হারাল। এছাড়াও ওই শিশুর মা এবং তাঁর প্রতিবেশী গুরুতর আহত হন।

রবিবার অনেক চেষ্টা করে পাকিস্তানি সেনার গুলি থেকে বাঁচিয়ে তাঁদের পুঞ্ছ জেলার রাজা শুখদেব সিং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের অবস্থা শোচনীয় দেখে, প্রাথমিক চিকিৎসার পর তাঁদের জিএমসি জম্মুতে রেফার করা হয়। মাত্র ১২ দিনের শিশুকে গুলির নিশানা বানানোর জন্য প্রতিটি গ্রামবাসী আক্রোশে ফেটে পড়েছে। সবাই এখন পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিচ্ছে।

পাকিস্তানের গুলিতে আহত মোহম্মদ আরিফ এবং ফাতিমার অবস্থা খুবই আশঙ্কাজনক। আরেকদিকে ফাতিমার ১২ বছরের নিরীহ শিশু সোমবার সকালে চিকিৎসা চলাকালীন মৃত্যুর মুখে ঢলে পড়ে। ফাতিমার পরিজনেরা জানায়, তাঁরা নিজের ঘরের মধ্যে রাতের খাওয়ার তৈরি করছিল। তখনই হঠাৎ করে পাকিস্তানি সেনার ছোড়া একটি গোলা ছাদ ফুটো করে ঘরের মধ্যে ঢুকে যায়। আর ওই গোলার কারণে তিনজন আহত হন।

প্রসঙ্গত পাকিস্তানি সেনার তরফ থেকে বিকেল পাঁচটা থেকে শাহপুর আর সাবজিয়া সেক্টরে চরম গোলাগুলি করা হচ্ছিল। এরপর রাত ৯টা নাগাদ মেন্টর সাব ডিভিশনের মনকোটে পাকিস্তানি সেনা তাঁদের নৃশংসতা দেখিয়ে গোলাগুলি করে। সীমান্তে রাত থেকে পরদিন সকাল পর্যন্ত পাকিস্তানের সেনার তরফ থেকে গোলাগুলি চলে।



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag