ক্ষমতায় এসেই অ্যাকশনে ইয়েদুরাপ্পা, রাজ্যে বন্ধ করে দেওয়া হল টিপু সুলতানের জন্ম জয়ন্তী

কর্ণাটকে সরকার বদলের পরেই টিপু সুলতানকে নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে। অনেক বিরোধিতার পর কর্ণাটকের ইয়দুরাপ্পা সরকার টিপু সুলতানের জয়ন্তীতে আয়োজিত অনুষ্ঠান বাতিল করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টির বিধায়ক বোয়েপ্পা কর্ণাটকের মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা-কে চিঠি লিখে এই অনুষ্ঠান বন্ধ করার দাবি করেছিলেন।  আপনাদের জানিয়ে রাখি, দীর্ঘ ২১ দিন নাটক চলার পর অবশেষে কর্ণাটক বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে ব্যার্থ হয় কংগ্রেস-জেডিএস এর মুখ্যমন্ত্রী এইচ.ডি কুমারস্বামী। গত মঙ্গলবার কর্ণাটক বিধানসভায় আস্থা ভোটে কংগ্রেস-জেডিএস জোট পায় ৯৯ টি ভোট। আরেকদিকে ভারতীয় জনতা পার্টি পায় ১০৫ টি ভোট। এরপরেই মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন কুমারস্বামী।

কর্ণাটকে কংগ্রেস – জেডিএস জোট সরকার ১১৬ জন বিধায়ক নিয়ে ১৪ মাস সরকার চালায়। ১লা জুলাই কংগ্রেসের দুই বিধায়কের ইস্তফার পর বিগত ২৩ দিন ধরে কর্ণাটকে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি হয়েছিল। রাজ্যের মোট ১৫ জন বিধায়কের ইস্তফার পর ১৮ই জুলাই ফ্লোর টেস্টের তারিখ নির্ধারিত হয়েছিল। কিন্তু বার বার হাঙ্গামার জন্য ফ্লোর টেস্ট হচ্ছিল না। গত মঙ্গলবার ফ্লোর টেস্টে হেরে গিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী এইচ.ডি কুমারস্বামী ইস্তফা দেন। এরপর কর্ণাটকের বিজেপি সভাপতি বি.এস ইয়েদুরাপ্পাকে কর্ণাটকের রাজ্যপাল বজুভাই বালা মুখ্যমন্ত্রী পদে শপথ দেওয়ান।

এর আগেও কর্ণাটকে টিপু সুলতান এর জন্ম জয়ন্তী পালন করা নিয়ে কংগ্রেস আর বিজেপির মধ্যে অনেক তর্কা-তর্কী হয়। বিজেপির বারবার বিরোধিতা স্বত্বেও কংগ্রেস রাজ্যে টিপু সুলতান জয়ন্তী পালন করেছিল। কিন্তু ক্ষমতায় আসার পর অ্যাকশনে ইয়েদুরাপ্পা সরকার। ক্ষমতায় এসেই রাজ্যে টিপু জয়ন্তীর অনুষ্ঠান বাতিলের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ইয়েদুরাপ্পা।

 



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag