স্কুলে মুসলিম পড়ুয়া ৭০ শতাংশ হলেই, ডাইনিং হল বানিয়ে দেবে মমতা সরকার!


একটি নির্দেশিকা জারি করে রাজ্যের প্রতিটি জেলার সরকারি স্কুল গুলো যেখানে মুসলিম পড়ুয়াদের সংখ্যা বেশি সেগুলোকে চিহ্নিত করার জন্য বলা হয়েছে রাজ্যের সংখ্যালঘু বিষয়ক দফতর থেকে। সর্বশিক্ষা অভিযান প্রকল্পে দেশের প্রতিটি সরকারি স্কুলে মিড ডে মিল দেওয়া হয়। এবার মমতা সরকার তাঁর থেকে বেশি কিছু করার জন্য। এবং সংখ্যালঘু তোষণকে আরও উচ্চ পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের সরকারি স্কুল যেগুলোতে মুসলিম পড়ুয়া ৭০ শতাংশ অথবা তাঁর ও বেশি। সেখানে বিশেষ করে ডাইনিং হল বানিয়ে দেবে রাজ্য সরকার।

এর আগেও বিভিন্ন প্রকল্পে তথা মাদ্রাসার জন্য প্রচুর পরিমাণে অর্থ বরাদ্দ করে সংখ্যালঘু তোষণের নমুনা দেখিয়েছে মমতা ব্যানার্জীর সরকার। এছাড়াও রাজ্যের ইমামদের জন্য ইমাম ভাতা তো আছেই। মমতা সরকারের এই সংখ্যালঘু তোষণ নিয়ে বরাবরই প্রশ্ন তুলে এসেছে বিজেপি।

এবারও রাজ্যের মুসলিম অধ্যুষিত স্কুল গুলোতে বিশেষ ডাইনিং রুম বানানোর মমতা সরকারের প্রকল্পে নিয়ে আবার মমতা ব্যানার্জী এবং রাজ্য সরকারকে নিশানায় নিলো বিজেপি। বিজেপি জানিয়েছে,  তাদের যুক্তি, মিড ডে মিল তো সব স্কুলে দেওয়া হয়, তাহলে আলাদা করে সংখ্যালঘুর সংখ্যা বেশি এমন স্কুলে ডাইনিং হল তৈরির নির্দেশিকা কেন জারি করল রাজ্য সরকার?



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag