ভারতে প্রধানমন্ত্রী পদে মোদীই বসবেন দাবি চীনের সংবাদ মাধ্যমের! মোদীকে মাথায় রেখে নীতি করার উপদেশ মিডিয়ার।

প্রত্যেক বড়ো দেশ ওপর দেশের রাজনীতির উপর নজর রাখে। কারণ রাজনীতির উপর নির্ভর করেই এক একটা দেশ ওপর দেশের সাথে নীতি নিয়ম তৈরি করে। উদাহরন স্বরূপ ভারতে মোদী ক্ষমতায় থাকলে ইজরায়েল এক ধরনের নীতি তৈরি করবে, অন্যদিকে কংগ্রেস ক্ষমতায় থাকলে অন্য ধরনের নীতি তৈরি করবে। এখন চীন থেকে একটা বড় খবর সামনে আসছে। রাজনৈতিক দৃষ্টিকোন থেকে খবর এতটাই গম্ভীর যে ভারতের বিরোধী দলে ভূমিকম্প এসেছে। আসলে চীনের মিডিয়া ভারতের রাজনীতি নিয়ে বড়সড় দাবি করেছে।

আসলে চীনের মিডিয়ার দাবি ভারতে পুনরায় নরেন্দ্র মোদী ক্ষমতায় আসবে। চীনের সাংবাদ মাধ্যম চীনের সরকারের উদ্দেশে একটা প্রতিবেদন লিখেছে। প্রতিবেদনে চীনের সরকারকে বড়ো উপদেশ দেওয়া হয়েছে। বলা হয়েছে ভারতে পুনরায় মোদী ক্ষমতায় আসবে। সেই দিকে লক্ষ রেখে যেন নীতি তৈরি করা হয়। ভারতের প্রধানমন্ত্রী পদে পুনরায় নরেন্দ্র মোদী বসবেন বলে দাবি চীনের সাংবাদ মাধ্যমের।

খবর সামনে আসার পর চীন তাদের নীতি তৈরির কাজও শুরু করে দিয়েছে। ইতিমধ্যে চীন ভারতের পরবর্তী প্রধানমন্ত্রীর সাথে জিনপিং এর একটা বৈঠক করানো সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্তে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে মোদীকে ধরা হয়েছে। চীনের বিদেশ মন্ত্রণালয় ভারতকে নিয়ে নীতি করতে উদ্যোগী হয়েছে যেখানে প্রধানমন্ত্রী মোদীকে  মাথায় রেখে রূপরেখা তৈরির কাজ চলছে।

চীনের কড়া নজর ভারতের নির্বাচনের উপর রয়েছে। চীনের সরকারি সংবাদ মাধ্যম  এবং চীনের নিউজ পোর্টাল নরেন্দ্র মোদীকে পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দাবি করেছে। চীনের বিদেশ মন্ত্রণালয় সংবাদ মাধ্যমের দাবি স্বীকার করে রূপরেখা তৈরি করার কাজে নেমে পড়েছে। কংগ্রেস ভারতে ক্ষমতায় থাকলে ডিফেন্সিভ মুডে থাকে অন্যদিকে মোদী ক্ষমতায় থাকলে অফেন্সিভ মুডে থাকবে। এই বিষয়ের উপর লক্ষ রেখেই চীনকে নীতি তৈরী করতে হবে।



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag