৯ এর বদলে ১৪ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে! এর পরেও বিজেপি আমার বিরুদ্ধে কথা বলে কি করে?- বিজয় মালিয়া

ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে যাওয়া মদ ব্যাবসায়ি বিজয় মালিয়া আবারও নিজের বিরুদ্ধে হওয়া আইনি কাজের বিরোধিতা করে বিজেপিকে নিশানা করেন। বিজয় টুইট করে লেখেন, যখন প্রধানমন্ত্রী নিজেই বলে দিয়েছেন আমার থেকে ব্যাংকের থেকে নেওয়া টাকার বেশি বাজেয়াপ্ত করা হয়েছে। তখন বিজেপির মুখপাত্ররা আমার বিরুদ্ধে এত বয়ানবাজী করছে কেন?

বিজয় মালিয়ার প্রথম টুইট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টিভি চ্যানেলা দেওয়া একটি সাক্ষাৎকারের পরে আসে। দুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মালিয়া ব্যাংক থেকে ৯ হাজার কোটি টাকার ঋণ নিয়েছে, আর সরকার তাঁর ১৪ হাজার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে।” নরেন্দ্র মোদীর এই বয়ানের পরিপেক্ষিতে বিজয় বলেন, ‘সরকার আমার থেকে ৫ হাজার কোটি টাকার বেশি সম্পত্তি বাজেয়াপ্ত করে নিয়েছে, আর এরপরেও বিজেপির মুখপাত্ররা আমার বিরুদ্ধে বয়ানবাজি কেন করছে?”

আরেকটি টুইট করে বিজয় লেখেন, ‘ভারতে আমাকে পোস্টার বয় বানিয়ে দেওয়া হয়েছে। আমি যত টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছিলাম, তাঁর থেকে বেশি আমার কাছ থেকে ভারত সরকার বাজেয়াপ্ত করে নিয়েছে।” মালিয়া বলেন, ‘আমি ১৯৯২ থেকে ব্রিটেনে আছি, এর পরেও বিজেপি আমাকে ‘ভাগোড়া” বলে! এটা কি ঠিক?”

উল্লেখনীয় ২৭ মার্চ ইডি বিজয় মালিয়ার United Breweries Limited (ইউবিএল) এর শেয়ার বাজেয়াপ্ত করে নেয়। সেই শেয়ার বাজেয়াপ্ত করে ইডি ১০০৮ কোটি টাকা উদ্ধার করে। মালিয়ার বিরুদ্ধে আর্থিক তছরুপের মামলা চলার জন্য ইডি এই শেয়ার গুলোকে বাজেয়াপ্ত করে।

এর আগেই সরকার মালিয়ার অনেক সম্পত্তি বাজেয়াপ্ত করেছে। এখন আপাতত বিজয় মালিয়াকে লন্ডন থেকে ভারতে আনার আইনি প্রক্রিয়া চলছে। মালিয়া এখন ব্যাংকের থেকে ৯ হাজার কোটি টাকা পালিয়ে নিয়ে যাওয়ার জন্য ইডি আর সিবিআই এর তদন্তের সন্মুখিন।



India Rag

Comments

Popular posts from this blog

রুশ ইউক্রেনের টক্কর এখন অতীত! পাকিস্তানের মাটিতে পড়ল ভারতের সুপারসনিক মিসাইল

sangbad pratidin

all links of India Rag